Home জাতীয় ভোটের দিনও চলবে মেট্রোরেল

ভোটের দিনও চলবে মেট্রোরেল

SHARE

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়া সহজ করতে বিভিন্ন গণপরিবহন চলাচল করবে। এ দিন (৭ জানুয়ারি) রাজধানীতে মেট্রোরেলের স্বাভাবিক চলাচল থাকবে।

আজ শনিবার (৬ জানুয়ারি) ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ভোটের দিনেও মেট্রোরেল চলাচল করবে। বন্ধের কোনো নোটিশ দেওয়া হয়নি।

বর্তমানে মেট্রোরেল উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মোট ১৬টি স্টেশন রয়েছে।

এসব স্টেশনের মধ্যে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর কেবল উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।