Home জাতীয় জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে : রেলমন্ত্রী

জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে : রেলমন্ত্রী

SHARE

আগামী জুন মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজে যে অগ্রগতি দেখলাম তাতে আশা করছি, আগামী জুনে আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলচলাচল শুরু করতে পারবো। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
মন্ত্রী বলেন, সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনী বছরের আগেই প্রকল্পের চার ভাগের তিনভাগ কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম।
নুরুল ইসলাম সুজন বলেন, যেহেতু এখন কাজের মৌসুম, দিনরাত কাজ চলছে। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। কাজের অগ্রগতি সন্তোষজনক।