Home জাতীয় রাজধানীতে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

রাজধানীতে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩

27
0
SHARE

রাজধানীর ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার (১ মে) সকালে বিস্ফোরণের এ খবর পাওয়া যায়।
এ সময় নারী ও শিশুসহ দগ্ধ হয় ৩ জন। তাদের সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
দগ্ধরা হলেন মুদি দোকানদার আ. রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আ. রহিম, তার পাশেই ছিলেন তার মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় শরীরে।
দগ্ধ রহিমের ছেলে মো. আল আমিন জানান, কয়েক দিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়েই কাজ চলছিল। সকালে সেখান থেকেই এ বিস্ফোরণ হয়।
দায়িত্বরত চিকিৎসক জানান, রহিমের শরীরে গুরুতর দগ্ধ হয়েছে। বাকি দুজনের দগ্ধের পরিমাণ বেশি নয়।